করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত ইউরোলজিষ্ট ডা: মন্জুর রশীদ চৌধুরী: ভয়েস ফর জাস্টিস ইউকের শোক প্রকাশ ও দোয়া কামনা
নিউজ ডেস্ক,সত্যবাণী,সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত ইউরোলজিষ্ট ,সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ও ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আলহাজ্ব ডা: মন্জুর রশীদ চৌধুরী।২রা জুন মঙ্গলবার কর্মরত অবস্হায় করোনায় ১৫দিন অসুস্থ থাকার পর ঢাকায় ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।আজ রায়ের বাজার কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় ।মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।মরহুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ইউরোলজিষ্ট ।মরহুমের বাড়ি ছিলো নবীগন্জ উপজেলার জিনারপুরের শতক দেওয়ান বাড়ি ।মরহুমের পিতা ছিলেন দেওয়ান আহমেদুর রাজা চৌধুরী।ছাতকের সিংচাপইড় চৌধুরী বাড়ির দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর মায়ের আপন মামাতো ভাই অর্থাৎ মামা ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী ,মেহনতি গরীবের বন্ধু ,সাবেক ছাত্র নেতা ।সিলেট বিভাগের এই কৃতি পুরুষের মৃত্যুতে ভয়েস ফর জাস্টিস ইউকের সচিব কে এম আবুতাহের চৌধুরী গভীর শোক প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন ।