করোনায় মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আইএসপিআর জানায়,ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত মঙ্গলবার রাতে মারা যান মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম।১ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন।তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি ১৯৯১ থেকে ’৯৫ পর্যন্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।স্বাস্থ্যবিধি মেনে গতকাল বাদ আসর নৌ সদর দফতর মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।রিয়ার অ্যাডমিরাল মোহাইমিনুল ইসলাম (অব.) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ ও ঘাঁটির অধিনায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন।এ ছাড়া তিনি নৌ সদর দফতরে বিভিন্ন পরিদফতরের পরিচালক ও সহকারী নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।তিনি ১৯৯১ সালের ৪ জুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার নেন এবং ’৯৫ সালের ৩ জুন পর্যন্ত সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করেন।রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১১ সেপ্টেম্বর, ১৯৪১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ’৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন।৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন।তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স ও যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তাঁকে থাইল্যান্ডের রাজা ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত করেছেন।

You might also like