করোনায় সরকারি চাল পেয়েছে এক কোটি ৬ হাজার পরিবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঘূর্ণিঝড় আম্পান ও করোনাভাইরাস মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের এক কোটি ৬ হাজার পরিবারকে সরকার চাল দিয়েছে, যার পরিমাণ দুই লাখ ৩৫ হাজার ৪২৭ মেট্রিক টন।সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত করোনা মহামারি চলাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় চাল ছাড়াও নগদ ১০০ কোটি ৯৬ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা, শিশুখাদ্য কেনা বাবদ ২৯ কোটি ১৪ লাখ টাকা ও গো-খাদ্য কেনা বাবদ ৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এর বাইরেও ৫ হাজার ৯০০ বান্ডিল টিন ও গৃহনির্মাণের জন্য নগদ সহায়তা বাবদ দেওয়া হয়েছে এক কোটি ৭৭ লাখ টাকা। এক কোটি ৬ হাজার ৮৬৯টি পরিবারের মাঝে দেওয়া হয়েছে এক লাখ ৬৮ হাজার মেট্রিক টন ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল। এর বাইরে এক লাখ ৯৮ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। কোভিড ও আম্পান মিলিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব বিতরণ করা হয়েছে।গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী ১৭ হাজার ৫টি দুর্যোগ সহনীয় গৃহ উদ্বোধন করেছেন, যা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

You might also like