করোনা এখনও পৌঁছাতে পারেনি যেসব দেশে
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী: বিশ্বের দুই শতাধিক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।এখন পর্যন্ত দুই কোটির বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ৬০ হাজারের বেশি।যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।বিশ্বের বিভিন্ন দেশ নভেল করোনাভাইরাসের প্রথম দফার সংক্রমণের ঢেউ সামলে আবারও দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হয়েছে।অন্যদিকে,এখনও বিশ্বের কয়েকটি দেশে এই ভাইরাসটি পৌঁছাতেই পারেনি।
এক. কিরিবাতি
দুই. মার্শাল দ্বীপপুঞ্জ
তিন. মাইক্রোনেশিয়া
চার. নাউরু
পাঁচ. উত্তর কোরিয়া
ছয়. পালাউ
সাত. সামোয়া
আট. সলোমন দ্বীপপুঞ্জ
নয়. টোঙ্গা
দশ. তুর্কমেনিস্তান
এগার. টুভালু
বারো. ভানুয়াতু
সূত্র: আলজাজিরা, রয়টার্স।