করোনা: ছাতকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে হোমিওপ্যাথিক ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।সোমবার উপজেলার গোবিন্দগঞ্জ,দিঘলী দক্ষিণ চাকল পাড়া এলাকায় স্থানীয় যুব সমাজের সহযোগীতায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নির্দেশে ফ্রি হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মুহাম্মদ সাজ্জাদুর রাহমান ‘র পক্ষ থেকে ১৫০টি পরিবারের মাঝে হোমিওপ্যাথিক ঔষধ ফ্রি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন কলেজ শাখার -সহ প্রচার সম্পাদক বিলাল হোসেন, মাসুদ আহমদ,ওমান প্রবাসী মাসুম আহমদ, নোমান আহমদ, বজলুর রশিদ, মাশুক, ফয়সল, ইসমাঈল,মাহবুব, জামিল, কামরুল প্রমুখ।চিকিৎসা সংক্রান্ত যেকোনো পরামর্শের নিম্ন রিখিত ঠিকানা ও মুঠোফোন নাম্বাওে জন্য যোগাযে গের জন্য অনুরোধ করা হয়েছে।