করোনা থেকে সুস্থ হলেন রানা দাশগুপ্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তার স্ত্রী করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন।আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন,১৩ই জুন তার শরীরে জ্বর এসেছিল।এরপর গলা ব্যথা দেখা দিলে ১৫ই জুন করোনা টেস্ট করা হয়।১৭ই জুন রাতে জানতে পারেন স্ত্রীসহ তার করোনা পজিটিভ।পরে ঢাকায় শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।১৪ দিন পর জানানো হলো করোনা নেগেটিভ।তারপরও তিনদিন অবজারভেশনে রাখা হলো।সর্বশেষ ২রা জুলাই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নিজ বাসায় ফিরেছেন বলে জানান রানা দাশগুপ্ত।সুস্থ হওয়ার পর এই আইনজীবী প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের প্র্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।