করোনা মহামারির বিদায়ে দুই বছর লাগতে পারে: ডব্লিউএইচও
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
জেনেভা,সুইজারল্যান্ডঃ মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস বিদায় হতে দুই বছর লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।শুক্রবার (২১ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে এ মন্তব্য করেন সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।তিনি জানান,তারা আশা করছেন করোনা মহামারি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারির চেয়ে কম সময় স্থায়ী হবে।
তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন,১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগেছিল।আমি আশা করছি, করোনা মহামারি শেষ হতেও দুই বছর লাগতে পারে।এর মধ্যেই কমবে করোনা সংক্রমণ। প্রযুক্তির এ যুগে খুব অল্পসময়ে ভাইরাসটি ঠেকানো সম্ভব হতে পারে।তবে ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও যোগ করেন তিনি।তিনি আরো বলেন,বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতে ১৯১৮ সালে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন।যা ছিল ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। মারা গিয়েছিলো প্রায় ৫ কোটি মানুষ। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই ৬ লাখ ৭৫ হাজার মানুষ।অন্যদিকে, করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ দশমিক ৭ মিলিয়ন মানুষ।