করোনা রোগীদের সেরে ওঠার হার ‘বিশ্বের মধ্যে সবচেয়ে কম’ বাংলাদেশে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।আর এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।সে অনুযায়ী বাংলাদেশে করোনায় শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠার হার শতকরা ২০ ভাগ। যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার এর সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী, জার্মানিতে সুস্থ হয়ে উঠার হার ৯০%। প্রথমদিকে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইরানে তা ৭৯%। করোনায় বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের তিন দেশ ইতালি, স্পেন এবং ফ্রান্সে যথাক্রমে ৬৭%, ৬৩%, ৪৫%।এমনকি যে যুক্তরাষ্ট্রে এক লক্ষের উপর মানুষ মারা গেছেন সেখানেও শতকরা ২১ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছেন!বর্তমানে করোনার নতুন অভয়ারণ্য ব্রাজিল এবং রাশিয়ার যথাক্রমে ৪২% এবং ৪০% মানুষ সুস্থ হয়েছেন।প্রতিবেশী দেশ ভারতে সুস্থ হয়ে উঠার হার বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি। সেখানে শতকরা ৪৮ ভাগ মানুষ সুস্থ হয়েছেন। সার্কভুক্ত আরেক দেশ পাকিস্তানেও সুস্থ হয়ে উঠার হার বাংলাদেশের প্রায় দ্বিগুণ, ৩৬%।।

You might also like