করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় : বিএসএমএমইউ ভিসি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের কার্যকারিতা যাচাই শেষে চূড়ান্ত ফলাফল দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।বিএসএমএমইউ জানায়,গণস্বাস্থ্যের কিট করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তে কার্যকর নয়বুধবার (১৭ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।বিএসএমএমইউ জানায়, এটি রোগ শনাক্তে কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে।
এর আগে আজ দুপুর ১২টায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত কমিটি বিএসএমএমইউ উপাচার্যের কাছে কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের কপি গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দেওয়া হবে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।এদিকে আজ সফল হলে প্রথমধাপে ১০ লাখ কিটের অনুমোদন চাওয়ার কথা জানিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। বিএসএমএমইউর পরীক্ষায় কিট রোগ শনাক্তে কার্যকর না হওয়ায় কিটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।
প্রসঙ্গত, ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে।