করোনা: হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
জেনেভা,সুইজারল্যান্ড: করোনা ভাইরাস প্রতিরোধে সম্ভাব্য ব্যবহারে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বুধবার এমন খবরই দিলেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস।স্বাস্থ্যঝুঁকির উদ্বেগ থেকে করোনা রোগীদের এটি দেয়া থেকে স্বল্প বিরতির পর নতুন করে পরীক্ষা চালানোর এই ঘোষণা এসেছে।-খবর রয়টার্সের কোভিড-১৯ চিকিৎসায় ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার এই অংশটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জাতিসংঘের সংস্থাটি।মৃত্যুর হার ও অনিয়মিত হৃদস্পন্দন বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে করোনার চিকিৎসায় নতুন রোগীদের ম্যালেরিয়া প্রতিরোধ ওষুধ দেয়া বন্ধ করা হয়েছিল। এখন অন্যান্য ওষুধের পাশাপাশি এই গবেষণাও অব্যাহত রাখার কথা বলা হচ্ছে।
টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইনসহ সব পরীক্ষা অব্যাহত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমর্থন রয়েছে।অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে টেড্রোস বলেন, প্রধান তদন্তকারীদের সঙ্গে নির্বাহী গ্রুপ এই ওষুদের পরীক্ষা চালাবে। ওষুধটির অন্যান্য পরীক্ষাও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান।তিনি বলেন, ওষুধটি কাজ করে কিনা; তা নির্দিষ্ট জবাব দিতে রোগীদের কাছে আমরা দায়বদ্ধ। নিরাপত্তামূলক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।