কর্মবিরতি প্রত্যাহার ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।২৩ আগস্ট বুধবার দুপুর ১২টার পর তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দেন।এরআগে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সাথে হাসপাতালটির পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে নিজেদের নিরাপত্তা আরও জোরদারের দাবিতে তারা আল্টিমেটাম দিয়েছিলেন। ঘোষণা করেছিলেন বুধবার ১২টার মধ্যে তাদের দাবি পূরণ হলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে। অন্যতায় তা চলবে।বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছিল, ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেছিলেন। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভুঁইয়া তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও নিরাপত্তার বিষয়টিতে সুনিশ্চিত ঘোষণা চেয়েছিলেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ২১ আগস্ট এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের মারধোর করেছেন বলে ডাক্তারদের অভিযোগ। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সীমান্ত মজুমদার জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি। বিকেল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক আমাদের স্ব-স্ব কর্মক্ষেত্রে যথারীতি দায়িত্ব পালন করবো।