কাউন্সিলর প্রার্থী রাজীব আহসান রিমনের গণসমাবেশ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর সহ-সাধারণ সম্পাদক রাজীব আহসান রিমনের সমর্থনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে রোববার রাতে নগরির বঙ্গবীর রোডের একটি কমিউনিটি সেন্টারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়ার সভাপতিত্বে এবং সিলেট জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম-সম্পাদক শাব্বির আহমদ ফয়েজের পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশ্বপর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন প্রার্থীর পিতা, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম। শুরুতে কাউন্সিলর প্রার্থী রাজীব আহসান রিমন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী তার কর্ম পরিকল্পনা তুলে ধরে ওয়ার্ডবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বদিকোনা মহল্লার প্রবীণ মুরব্বি আলহাজ্ব আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সিলেট ইট ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ, লাউয়াই পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ দিলওয়ার, বিশিষ্ট ব্যাংকার আবু মোহাম্মদ আব্দুল হান্নান, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, লাউয়াই পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য লোকমান হোসেন, তরুণ ব্যবসায়ী হোসেন মোহাম্মদ মিনহাজ, সমাজসেবী ফারুক আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আহমেদ এবং সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী।গণসমাবেশ মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি রিজ্জাদ আহমদ, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই-এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, লাউয়াই পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য আব্দুস সালাম গয়াস, রায়েরগ্রাম জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি আছাব আলী, লাউয়াই জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আবুল মনসুর, তরুণ সমাজসেবী রূপল মাহমুদ, প্রকৌশলী শিপলু আহমেদ প্রমুখ।বক্তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সন্তান রাজীব আহসান রিমন এলাকাবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত করার মহৎ উদ্দেশ্যে সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানান। তারা বলেন, বিগত বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দল-মতের উর্ধে¦ উঠে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত প্রসারিত করায় রাজীব আহসান রিমন জনগণের ভালবাসা অর্জন করেছেন। আগামী নির্বাচনে ওয়ার্ডবাসীকে এর মূল্যায়ন করতে হবে।

উল্লেখ্য, ২২ মে সোমবার ২৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে রাজীব আহসান রিমন মনোনয়নপত্র দাখিল করেছেন।

You might also like