কাউন্সিলের হেলদি হলিডে স্কীমে আবেদন করতে সংগঠনগুলোর প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটসের হেলদি হলিডে স্কীমে অংশ নিতে আগ্রহী সংগঠনগুলোকে আগামী ২৬ মে ২০২০,মঙ্গলবার সকাল ৯টার মধ্যে অনুদানের জন্য আবেদন করতে বলা হয়েছে।এই হলিডে স্কীমটি ২২ জুলাই বুধবার থেকে ৩১ আগষ্ট সোমবার পর্যন্ত পরিচালিত হবে।সংগঠনগুলোকে অবশ্যই ফ্রি স্কুল মিল পাওয়ার উপযুক্ত শিশুদেরকে টার্গেট করতে হবে এবং স্বাস্থ্যকর খাওয়া, সক্রিয় থাকার বিষয়টির ওপর অধিকতর মনোনিবেশ করতে হবে। এছাড়া বাচ্চাদেরকে সেপ্টেম্বরে স্কুলে ফিরে যাওয়ার ব্যাপারে প্রস্তুত করার ওপরও দৃষ্টি দিতে হবে বলে কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।যে কোন সংগঠন, যারা প্রতিদিন ৪ ঘন্টা, প্রতি সপ্তাহে কমপক্ষে ৪টিদন এবং ২২ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সময়ের মধ্যে ৪ সপ্তাহ ফ্রি হলিডে স্কীম পরিচালনা করবে, তারা তহবিল পাবে। বিস্তারিত তথ্য জানতে হলে কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk) ভিজিট করুন।

You might also like