কাউয়াদিঘী হাওর এর পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন মৌ’বাজারের দুই উপজেলায় আমন চাষাবাদে অনিশ্চয়তা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ কাউয়াদিঘী হাওরের পানি নিষ্কাশন পাম্প বিকল হওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় হাওরের আমন আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত পানি নিষ্কাশন না করলে এ বছর মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় আমন চাষ ব্যাহত হতে পারে। হাওরের জলাবদ্ধতা নিরসন ও ভুরভুরি ছড়ায় অপরিকল্পিত সেতু অপসারণের দাবিতে শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের চৌমুহনীতে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলা হাওররক্ষা সংগ্রাম কমিটি।মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, হাওররক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেছেন জলাবদ্ধতা থেকে হাওরে উৎপাদিত বোরো ফসল রক্ষা এবং বর্ষা মৌসুমে হাওরের বর্ধিত পানি বের করে হাওর সংলগ্ন এলাকায় আমন জমি চাষাবাদ উপযোগী করতে ১৯৮৩ সালে কুয়েত এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে জেলার রাজনগর উপজেলায় কাশিমপুর পাম্পহাউজ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকে কাউয়াদীঘি হাওরে বোরো ও আমন চাষাবাদ অব্যাহত ছিল। একপর্যায় কয়েকটি মেশিন নষ্ট হয়ে গেলে ২০১৯ সালে একনেকের বরাদ্দকৃত ৮৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে পাম্পটি পুনরায় সংস্কার করে সচল করা হয়। যার ফলে বিগত বছরগুলোতে আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হয়েছিল।

কিন্তু চলতি মৌসুমে পানি নিষ্কাশন না করায় পাম্পটি কৃষকের গলার কাটায় পরিণত হয়েছে। হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা দেখা দেয় কাউয়াদীঘি হাওর তীরবর্তী সদর উপজেলার একাটুনা, আখাইলকুড়া ও রাজনগর উপজেলার ফতেপুর, উত্তরভাগ, পাঁচগাঁও এবং মুন্সিবাজার ইউনিয়নের কয়েক হাজার বিঘা আমন জমিতে। জলাবদ্ধতার কারণে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।হাওররক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি এ্যাডভোকেট মঈনুর রহমান মগনু’র সভাপতিত্বে এবং সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুক মিয়া, সংগ্রাম কমিটি সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, জেলা শাখার সদস্য খসরু চৌধুরী, এ্যাডভোকেট আবুল হাসান, মুহিবুর রহমান খান, ময়নুল ইসলাম, মাস্টার সামছুদ্দিন, ডা.ফরিদ উদ্দিন, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য রেহনুমা রুবাইয়াৎ, জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, হাওর পাড়ের কৃষক মাসুদ আহমেদ, সোনা মিয়া ও মাফিক মিয়া।

You might also like