কাবাঘরে সামাজিক দূরত্ব তুলে নেয়া হয়েছে
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
সৌদি আরবঃ সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে আজ রোববার (১৭ অক্টোবর) থেকে পূরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লীরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলি অপসারণ করা হয়েছে।সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মসিল্লীদেরকে প্রবেশ করার সুযোগ দেয়া হচ্ছে। রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লীদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর কোভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর প্রথমবারের মতো এ দৃশ্য দেখা গেছে।সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লীদেরকে অবশ্যই করোনা ভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহন করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে।সৌদি আরবে করোনাভাইরাসে ৫৪৭,০০০ জনের বেশি আক্রান্ত এবং ৮,৭৬০ জনের মৃত্যু হয়েছে।