কালিঘাট ও লালবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: জরিমানা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকে: সিলেট নগরির প্রধান বাণিজ্যকেন্দ্র কালিঘাট ও বন্দরবাজার এলাকার লালবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কালিঘাটে দু’টি পেয়াজের দোকানে ৪ হাজার করে ৮ হাজার টাকা অর্থদ- প্রদান করেন আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
অভিযান শেষে তিনি গণমাধ্যমকে বলেন, কালিঘাটের দু’টি দোকানে পণ্য ক্রয়ের রশিদ এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কালিঘাট ও লালবাজারের কয়েকটি দোকানে কিছু অসংগতি ধরা পড়েছে। তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
ভোক্তাদের অধিকার সংরক্ষণে এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান শ্যামল পুরকায়স্থ।

You might also like