কাশিমপুর কারাগারের পলাতক ১৪৬ আসামির একজন আবরার হত্যা মামলার মুনতাসির

নিউজ ডেস্ক
সত‍্যবাণী

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো আসামিদের একজন বুয়েটশিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি (২৬)। তাঁর বন্দী নম্বর ৫১৭৭। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।

এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে সবাই মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। পলাতকদের মধ্যে আবরার হত্যা মামলার একজন আসামি ছাড়া আলোচিত আর কোনো মামলার আসামি নেই।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯৯ আসামি পালিয়ে যান। তাঁদের মধ্যে স্বেচ্ছায় ফিরে আসা ও গ্রেপ্তার আসামির সংখ্যা ৫৩ জন। বাকি ১৪৬ আসামি এখনো পলাতক।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট বন্দীরা কারাগারের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে কারাবিধি অনুযায়ী প্রথমে তাদের সতর্ক করা হয়। বন্দীরা দাঙ্গা-হাঙ্গামা করে ২৫-৩০ কারারক্ষীকে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাঁরা কারাগারের দেয়াল ভেঙে ফেলেন এবং বৈদ্যুতিক পোল উপড়ে মই বানিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। বিশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিলে ছয়জন বন্দী নিহত হন।

কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় গত ১৫ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ জনকে কোনাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েটশিক্ষার্থী আবরার ফাইয়াজ গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর ফেসবুক পোস্টে মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পর। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি, তখন। ফাঁসির আসামির তো কনডেমড সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাঁকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে।’

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

কাশিমপুর থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছি। অন্যদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

 

You might also like