কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানি আর নেই
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: ভারতের ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি আর নেই।পরিবার সূত্রের বরাতে তার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজ্যের শ্রীনগরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এরই মধ্যে সৈয়দ আলির মৃত্যুতে গভীর শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন।উল্লেখ্য, ১৯২৯ সালে বারামুলায় জন্মগ্রহণ করেন এই বিচ্ছিন্নতাবাদী নেতা। এরপর লাহোরের ওরিয়েন্টাল কলেজ থেকে নিজের শিক্ষাজীবন সম্পন্ন করেন তিনি। মূলত তার পরপরই রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন সৈয়দ আলি।