কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

পাকিস্তান: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক।শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে এমন নিশ্চয়তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি ফোন করেন পাকিস্তানের এই দু’নেতাকে।এ সময় তারা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।এ খবর দিয়েছে অনলাইন ডন।এতে বলা হয়,প্রেসিডেন্ট আরিফ আলভির অফিস থেকে এক টুইটে বলা হয়েছে,প্রেসিডেন্ট ড.আরিফ আলভি এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন ফোনে।যেসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কাশ্মীর ও কোভিড-১৯। এ সময় প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, দখলদার বাহিনী ফিলিস্তিনে অব্যাহতভাবে নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে।

একইভাবে, এমনকি করোনা মহামারির মধ্যেও ভারত দখলীকৃত কাশ্মীরেও একই অবস্থা। তুর্কি প্রেসিডেন্ট তাকে নিশ্চয়তা দিয়েছেন যে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তার দেশ অব্যাহতভাবে সমর্থন দেবে এবং দুই ভ্রাতৃপ্রতীম দেশ একই লক্ষ্যে এগিয়ে যাবে। এ ছাড়া করোনা মহামারি পরবর্তীতে তুরস্ক সফরের জন্য পাকিস্তানি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় প্রায় ৯ দশক পরে ইস্তাম্বুলের হাগিয়া সোফিয়াকে মসজিদ হিসেবে খুলে দেয়ার জন্য এরদোগানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আলভি। একই কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, লাখ লাখ পাকিস্তানি ওই মসজিদের নামাজ টেলিভিশনে সরাসরি উপভোগ করেছেন। কথোপকথনে এরদোগানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইমরান।

You might also like