কিংবদন্তি শিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান চলে গেলেন

নিউজডেস্ক
সত্যবাণী

বিনোদনঃ না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নক্ষত্র উস্তাদ গুলাম মুস্তাফা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯। গতকাল ১৭ জানুয়ারি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা গেছে, কিংবদন্তি এই শিল্পী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার প্রয়াণে ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল তারকার পতন হলো। উস্তাদ গুলাম মুস্তাফা খানের প্রয়াণে টুইটারে শোক প্রকাশ করেছেন লতা মঙ্গেশকর।টুইটে তিনি লিখেছেন, খুবই দুঃখের খবর পেলাম, যে উস্তাদজি নেই। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন পথিকৃত ছিলেন।শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি ছিলেন খুব বড় মাপের। তার আত্মার শান্তি কামনা করি।শোক প্রকাশ করেছেন সংগীত পরিচালক এ আর রহমান। টুইট করে তিনি লিখেছেন, সবচেয়ে মিষ্টি শিক্ষককে হারালাম! তার আত্মার শান্তি কামনা করি।

You might also like