কিউইদের লজ্জা দিয়ে টাইগারদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ টি-টুয়েন্টিতে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে ৬২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডকে একই মাঠে (শেরে বাংলায়) টাইগাররা দিলো ৬০ রানের লজ্জা। শুধু তাই নয় এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে জিতল তারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।তিন ওভারের মধ্যেই দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আর মুশফিক মিলে ধীরেসুস্থে জুটি গড়ছিলেন। লক্ষ্য তো আর তেমন বড় নয়, এখানে আক্রমণাত্মক হওয়ারও দরকার নেই। ৭ রানে ২ উইকেটে হারানো বাংলাদেশকে ৯ ওভার শেষে লক্ষ্যের মাঝপথ পেরিয়ে নিয়ে যান দুজন। দশম ওভারের প্রথম বলে রচিন রবীন্দ্রকে চার মেরে সাকিব পৌঁছে যান ২৫ রানে।কিন্তু সে-ই শেষ! ওভারের পঞ্চম বলে লেট কাট করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্রর প্রথম শিকার হয়ে সাকিব ফিরলেন ৩৩ বলে ২৫ রান করে।

এরআগে এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে বেশ খানিকটা আগবাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেছিলেন লিটন দাস। তবে চলে গিয়েছিলেন ক্রিজের বাইরে। স্টাম্প ভাঙতে ভুল হয়নি টম ল্যাথামের। স্টাম্পড হওয়ার আগে লিটন করেছেন ১ রান, ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর কোল ম্যাককনকির একই বলে আগবাড়িয়ে খেলতে গিয়ে কাভারে হেনরি নিকোলসের হাতে ধরা পড়লেন নাঈম। দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু-র দেখা পায় নিউজিল্যান্ড। অভিষেকে প্রথম বলেই উইকেট ম্যাককনকির। ব্যাটিংয়ে শূন্যতে ফিরেছিলেন, বোলিংয়ে প্রথম বলে উইকেট- অভিষেকটা ম্যাককনকির হল মনে রাখার মতোই!তবে ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। যে জয়ে পাঁচ ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এটিই বাংলাদেশের টি-টুয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধ। এর আগে দশ ম্যাচের প্রতিটিতেই হার দেখতে হয়েছিল টাইগারদের।

You might also like