কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ-এর সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: শনিবার বিকেল ৩টায় কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সভাপতি সাবেক সংসদ সদস্য ও বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় রেডক্রিসেন্ট সোসাইটি ভবনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলার ৭ (সাত) জন বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান,শংকর পাল,উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের, অ্যাডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী,অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, হীরেন্দ্র দত্ত-কে কিডনি ফাউণ্ডেশন,হবিগঞ্জ কমিটিতে সহসভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। সভার আলোচ্য সূচির ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রতি মাসের শেষ শনিবার কিডনি ফাউণ্ডেশনের নিয়মিত মাসিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন, কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, অধ্যক্ষ মোঃ রফিক আলী, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের, বাবু শংকর পাল, অ্যাডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, হীরেন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সিনিয়র সদস্য অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ, অধ্যাপক (অবঃ) মোঃ সফিউল আলম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ এবিএম মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন খান, পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান সবুজ, সদস্য শিমুল সূত্রধর, সদস্য সৈয়দ মিজান ইব্রাহীম, সদস্য শাহ্ জালাল উদ্দিন জুয়েল, সদস্য মোঃ আল আমিন, সদস্য মিনহাদ আহমেদ চৌধুরী, সদস্য শাবনূর আক্তার কলি, সদস্য মোঃ মনির মিয়া প্রমূখ।