কুরবানি বঞ্চিত সুনামগঞ্জের ৫ টি গ্রামের একহাজার পরিবারের মাঝে কোস্ট গার্ডের কুরবানির মাংস বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ পবিত্র ঈদুল আযহায় কুরবানির মাংস বঞ্চিত সুনামগঞ্জের বন্যা কবলিত ৫ টি গ্রামে ৫ টি গরুর কুরবাণি দিয়ে কুরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহাতায় ও বাংলাদেশ কোস্ট গার্ডের তত্বাবধানে ৫ টি গ্রামে ৫ টি গরু কুরবানি দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর, মঈনপুর, টুকেরগাঁও, বিরামপুর গুচ্চগ্রাম ও জামালগঞ্জ উপজেলা সদরের বন্যার্ত এক হাজার পরিবারের লোকজনের মাঝে মাংস বিতরণ করা হয়। কুরবানির মাংস তোলে দেন বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাসেল মিয়া ও লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্নভ। এ সময় উপস্থিত ছিলেন,এলই এন সুমন ঘোষ এবি মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় ইউপিসদস্য সহ সাধারন জনগন। বন্যার্ত প্রত্যেক পরিবারকে এক কেজি করে কুরবানি মাংস দেওয়া হয়।বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রাসেল মিয়া বলেছেন স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের বানভাসি মানুষজন যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিবেশে ফিরে না আসবেন ততোদিন কোস্টপার্ডের সদস্যরা তাদের ত্রান সহায়তা সহ সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষনা দেন।

You might also like