কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তঃ আহত ৫

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।২১ মার্চ মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া অর্ধঘন্টাব্যাপী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ে উপজেলার সদর, পৃথিমপাশা, টিলাগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট।কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, মঙ্গলবার বিকেলে কুলাউড়ায় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে টিলাগাঁও রেলস্টেশন ঘরের টিন ও ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মালিক জানান, ঝড়ে টিলাগাঁওয়ের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছবপুর, বালিয়া, লহরাজপুর, সালামতপুর, কামালপুর, শাহপুুর, বিজলী, আমানিপুর, পাল্লাকান্দি ও নইমপুর এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় টিলাগাঁও স্টেশনে আশ্রয় নেয়া ৩ জন ও লালবাগ এলাকায় গাছ পড়ে ২ জন আহত হন বলে জানান তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, টিলাগাঁও এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান ক্ষয়ক্ষতির বিষয়টি তাকে প্রাথমিকভাবে অবহিত করেছেন।ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, বিষয়টি শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

You might also like