কুলাউড়ায় ভ্রাম্যমাণ ধানভাঙার মেশিন মালিকদের বিরুদ্ধে অভিযোগ পেশ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি অনুমোদনহীন ভ্রাম্যমাণ ধানভাঙার মেশিন ট্রলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে অভিযোগ দিয়েছে ক্ষুদ্র শিল্প রাইসমিল মালিক সমিতি। কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, ২১ নভেম্বর সোমবার সমিতি ও রাইস মিল মালিকদের পক্ষে ইউএনও’র কাছে এ অভিযোগপত্র দেন ক্ষুদ্র শিল্প রাইসমিল মালিক সমিতির রবিরবাজারের সভাপতি মো. আব্দুল লতিফ নোমান ও সম্পাদক মো. আব্দুল মুবিন মুতলিব।অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি অনুমোদনহীন ধানভাঙার মেশিন ট্রলি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে উচ্চমূল্যে ধান ভাঙাচ্ছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং একই কারণে কুলাউড়া উপজেলার অনেক রাইসমিল বন্ধ হয়ে গেছে।সমিতির নেতৃবৃন্দ সরকারি অনুমোদনহীন অবৈধ ভ্রাম্যমাণ ধানভাঙার মেশিন ট্রলির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ইউএনও’র কাছে জোর দাবি জানান। এ ব্যাপারে ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, এ রকম একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You might also like