কুয়েতে বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত আশিকুজ্জামান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আশিকুজ্জামান।সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়,রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের আগে তিনি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (সেনা) হিসাবে কর্মরত ছিলেন।আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার সামরিক কেরিয়ারে তিনি বিভিন্ন স্তরে প্রশিক্ষণ, কমান্ড ও কর্মী নিয়োগে দায়িত্ব পালন করেছেন।সিয়েরা লিওন, আইভরি কোস্ট এবং কঙ্গোতে তিনটি ইউনাইটেড নেশন পিস সাপোর্ট মিশনেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স করেছেন আশিকুজ্জামান।

You might also like