কেটে গেল ৭০ বছর, দীর্ঘতম রাজত্ব দ্বিতীয় এলিজাবেথের
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের সঙ্গে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটি অরণ্যে বন্যপ্রাণী দেখতে গিয়েছিলেন প্রিন্সেস অব ইয়র্ক দ্বিতীয় এলিজাবেথ।সকালে ঘুম থেকে উঠে শুনলেন,বদলে গেছে তার খেতাব।তিনি এখন ব্রিটেনের রানি।কারণ তার বাবা রাজা ষষ্ঠ জর্জ এরই মধ্যে মারা গেছেন।১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনাটির পেরিয়ে গেছে ৭০ বছর।ব্রিটিশ রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেখের রাজত্বকালের ৭০ বছর পূর্ণ হচ্ছে আগামী রবিবার।তিনিই বিশ্বের প্রথম কোনো রাজপরিবারের সদস্য,যে কিনা এত দীর্ঘ সময়কাল যাবত কোথাও রাজত্ব করে আসছেন। রানি হিসেবে মাত্র ২৫ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের সিংহাসনে বসেন।বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ৯৫।
আজকের এই আধুনিক ব্রিটেনের পাশাপাশি তিনি ‘গ্রেট ব্রিটেনের’ সাম্রাজ্যবাদী অতীতের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বেঁচে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছরের রাজত্বকালে ব্রিটেনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একজন মূল কারিগর হিসেবে নিজের ছাপ রেখেছেন। তাকেই ব্রিটিশ রাজপরিবারের সব থেকে জনপ্রিয় সদস্য হিসেবেও বিবেচনা করা হয়। যদিও বারবার বিভিন্ন সময়ে তার গদি ছাড়ার পক্ষে সরব হন ব্রিটেনবাসী।রানি হিসেবে সিংহাসনে বসার দিনটি কখনোই কোনো জমকালো আনুষ্ঠানিকতায় পালন করেন না দ্বিতীয় এলিজাবেথের। কারণ ওই দিনটি তার বাবা আলবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জের (রাজা ষষ্ঠ জর্জ)। এবারও রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী রবিবার (৬ ফেব্রুয়ারি) বাবাকে স্মরণ করে প্রার্থনার জন্য।
অবশ্য রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালের পূর্তি উপলক্ষে জুনের শুরুতে চার দিনের উৎসব উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে একটি সামরিক কুচকাওয়াজ এবং একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও থাকবে।তার এই কীর্তিকে চিরস্মরণীয় করে তোলার জন্য এরই মধ্যে স্মারক মুদ্রাও তৈরি করা হয়েছে। এই বছর ক্রিসমাস এবং নববর্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তার ‘স্যান্ড্রিংহাম’ প্রাসাদে যাওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্য মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে সফরটি স্থগিত করা হয়।