কোটা প্রথা বাতিলের দাবিতে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ-সমাবেশ

সিলেট অফিস 
সত্যবাণী
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ও হাইকোর্টের রায় বাতিল এবং ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শাবিপ্রবি সংবাদদাতা জানান, ৬ জুলাই শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এরআগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মূল ফটকে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তুলেন সমাবেশ স্থল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা হাইকোর্টের বৈষম্যমূলক রায় দ্রুত বাতিলসহ ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কোটা বাতিলের দাবি জানান। ঘন্টাখানেক সড়ক অবরোধ শেষে তারা আবার ক্যাম্পাসে ফিরে যান।

You might also like