কোটা সংস্কার আন্দোলনঃ সংঘর্ষের ঘটনায় ঢাকায় আরেক জনের মৃত্যু
সিলেট অফিস
সত্যবাণী
সিলেট: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আজ ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। তিনি বলেন, সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় দু’জন মারা গেছেন।
বেলা ২টা থেকে ওই এলাকায় কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। এরআগে বিকেলে ঢাকা কলেজের সামনে একদল লোক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেন। রক্তাক্ত অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
সন্ধ্যায় যাঁর মৃত্যু হয়েছে, তাঁর বয়সও ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি আহত অবস্থায় সিটি কলেজের সামনে রাস্তায় পড়েছিলেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাঁরা বলেন, পথচারীরা ওই যুবককে উদ্ধার করে প্রথমে পাশের পপুলার হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও কালো গেঞ্জি।
ওই যুবকের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওই এলাকায় সংঘর্ষের মধ্যে এই দু’জনের মৃত্যুসহ অন্তত ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান থেকে তাঁদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে আরও ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রামে ৩ জন ও রংপুরে একজন রয়েছেন। দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েক শ’ মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো অনেক জায়গায় সংঘর্ষ চলছে।