কোনো অনিয়ম সহ্য করা হবে না :ডিআইজি মফিজ উদ্দিন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে পুনাক শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রূপা আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশের কাজের পাশাপাশি সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে। পুলিশের কাজ আইনশৃংখলা রক্ষা করা। তবে পুনাক সেবাধর্মী কাজ করে যাচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না। আইনশৃংখলায় পুলিশ কঠোর নজরদারি রাখছে।সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।মেলার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, পুনাকের মেলায় বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে। আগামী এক মাস এই মেলা চলবে।