কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার আয়োজন নিয়ে একের পর এক বাধা ধেয়ে আসছিলো। সর্বশেষ যে বিষয়টি টুর্নামেন্ট হওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছিলো, সেটি হলো ব্রাজিলের আদালতে টুর্নামেন্টটি বন্ধ করার আদেশ চেয়ে আবেদন। বৃহস্পতিবার (১০ জুন) জরুরি এক অধিবেশনে সেই আবেদন খারিজ করে দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট।এর ফলে রোববার (১৩ জুন) রাতে শুরু হয়ে যাবে কোপা আমেরিকার জমজমাট লড়াই। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক ব্রাজিল। মুখোমুখি হবে তারা ভেনেজুয়েলার।লিওনেল মেসিদের আর্জেন্টিনা মাঠে নামবে একদিন পর তথা সোমবার (১৪ জুন) রাত ৩টায়। জমজমাট টুর্নমেন্টটি শেষ হবে ১০ জুলাই।এক নজরে দেখে নিন কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি। উল্লেখ্য, এখানে সূচির সময় উল্লেখ করা হয়েছে তা বাংলাদেশ সময়ানুযায়ী। রাতেরগুলো রাত ৩টায়। ভোর ৬টার ম্যাচ মানে পরদিন ভোর ৬টায় শুরু…।
গ্রুপ ‘এ’ : আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে
গ্রুপ ‘বি’ : ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু
ম্যাচের সুচি: (গ্রুপ পর্ব) -বাংলাদেশ সময়
১৪ জুন, ২০২১
ম্যাচ ১: ব্রাজিল বনাম ভেনেজুয়েলা (ব্রাসিলিয়া, রাত ৩টা)
ম্যাচ ২: কলম্বিয়া বনাম ইকুয়েডর (কুইয়াবা, ভোর ৬টা)
১৫ জুন, ২০২১
ম্যাচ ৩: আর্জেন্টিনা বনাম চিলি (রিও ডি জেনেইরো, রাত ৩টা)
ম্যাচ ৪: প্যারাগুয়ে বনাম বলিভিয়া (গোয়ানিয়া, ভোর ৬টা)
১৮ জুন, ২০২১
ম্যাচ ৫: কলম্বিয়া বনাম ভেনেজুয়েলা (গোয়ানিয়া, রাত ৩টা)
ম্যাচ ৬: ব্রাজিল বনাম পেরু (রিও ডি জেনেইরো, ভোর ৬টা)
১৯ জুন ২০২১
ম্যাচ ৭: চিলি বনাম বলিভিয়া (কুইয়াবা, রাত ৩টা)
ম্যাচ ৮: আর্জেন্টিনা বনাম উরুগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬টা)
২১ জুন ২০২১
ম্যাচ ৯: ভেনেজুয়েলা বনাম ইকুয়েডর (রিও ডি জেনেইরো, রাত ৩টা )
ম্যাচ ১০: কলম্বিয়া বনাম পেরু (গোয়ানিয়া, ভোর ৬টা)
২২ জুন ২০২১
ম্যাচ ১১: উরুগুয়ে বনাম চিলি (কুইয়াবা, রাত ৩টা)
ম্যাচ ১২: আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬টা)
২৪ জুন ২০২১
ম্যাচ ১৩: ইকুয়েডর বনাম পেরু (গোয়ানিয়া, রাত ৩টা)
ম্যাচ ১৪: ২৪ জুন ব্রাজিল বনাম কলম্বিয়া (রিও ডি জেনেইরো, ভোর ৬টা)
২৫ জুন ২০২১
ম্যাচ ১৫: বলিভিয়া বনাম উরুগুয়ে (কুইয়াবা, রাত ৩টা)
ম্যাচ ১৬: চিলি বনাম প্যারাগুয়ে (ব্রাসিলিয়া, ভোর ৬ টা)
২৮ জুন ২০২১
ম্যাচ ১৭: ইকুয়েডর বনাম ব্রাজিল (গোয়ানিয়া, রাত ৩টা)
ম্যাচ ১৮: ভেনেজুয়েলা বনাম পেরু (ব্রাসিলিয়া, ভোর ৬টা)
২৯ জুন ২০২১
ম্যাচ ১৯: উরুগুয়ে বনাম প্যারাগুয়ে (রিও ডি জেনেইরো, রাত ৩টা)
ম্যাচ ২০: বলিভিয়া বনাম আর্জেন্টিনা (কুইয়াবা, ভোর ৬টা)
কোয়ার্টার ফাইনাল
২ জুলাই গ্রুপ বি দ্বিতীয় : গ্রুপ এ তৃতীয় (গোইয়ানিয়া, রাত ৩.০০)
৩ জুলাই
গ্রুপ বি বিজয়ী : গ্রুপ এ চতুর্থ (রিয়ো ডি জেনেইরো, ভোর ৬.০০)
গ্রুপ এ দ্বিতীয় : গ্রুপ বি তৃতীয় (ব্রাজিলিয়া, রাত ৪.০০)
৪ জুলাই গ্রুপ এ প্রথম : গ্রুপ বি চতুর্থ (গোইয়ানিয়া, ভোর ৬.০০)
সেমিফাইনাল
৬ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী: দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী (রিয়ো ডি জেনেইরো, ভোর ৫.০০)
৭ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী: চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী (ব্রাজিলিয়া, ভোর ৬.০০)
তৃতীয় স্থানের ম্যাচ
১০ জুলাই প্রথম সেমিফাইনাল পরাজিত: দ্বিতীয় সেমিফাইনাল পরাজিত (ব্রাজিলিয়া, ভোর ৬.০০)
ফাইনাল
১১ জুলাই প্রথম সেমিফাইনাল বিজয়ী: দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী (রিয়ো ডি জেনেইরো, ভোর ৬.০০)