কোভিড ভাইরাস প্রতিরোধে আবার টিকা দিচ্ছে সিসিক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সাময়িক বন্ধ থাকার পর আবারও কোভিড-১৯ টিকা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন।৫ জুন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষযটি নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এখনও কোভিড-১৯ এর ৩য় এবং ৪র্থ ডোজ টিকা গ্রহণ করেননি তাদেরকে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।১৮ বছরের উর্ধ্বে যেসব টিকা গ্রহণকারীর ২য় ও ৩য় ডোজ নেয়ার অন্তত ৪ মাস পার হয়েছে কিন্তু ৩য় ও ৪র্থ ডোজ টিকা নেন নি তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট সিটি কর্পোরেশনের নীচতলায় স্থাপিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেকোন সময় টিকা গ্রহণ করতে পারবেন।এছাড়া ৫থেকে ১১বছর বয়সী স্কুলগামী সকল শিশুদের ফাইজার-ঈঙগওজঘঅঞজণ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের নিচতলার ১০৬ নম্বর কক্ষে।

You might also like