কোভিড সংকটে অনবদ্য কাজের স্বীকৃতি পেল আপাসেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লন্ডনের রেডব্রিজ এলাকায় কোভিড মহামারীতে অনন্য কাজের স্বীকৃতি হিসেবে রেডব্রিজ মেয়রের বিশেষ স্বীকৃতি লাভ করেছে আপাসেন।সোমবার স্বনামধন্য এই চ্যারিটি সংস্থার রেডব্রিজ অফিসে মেয়র কাউন্সিলর রয় অ্যামেট এক সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় বারার ফার্স্ট সিটিজেনকে সংস্থার পক্ষ থেকে এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই স্বাগত জানান।বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সেবায় ১৯৮৪ সাল থেকে কাজ করে আসা চ্যারিটি সংস্থা আপাসেন কোভিড সংকটেও তাদের সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছে।
রেডব্রিজ কাউন্সিলের মেয়র রয় অ্যামেট বলেন,কোভিড সংকটে বহুমাত্রিক চ্যালেঞ্জ সামলে নিয়ে সেবার মান বজায় রাখা এবং কার্যক্রম চালিয়ে যাওয়া খুব সহজ ছিল না।এই কঠিন কাজটি আপাসেন অসামান্য দক্ষতায় করে চলেছে। এই স্বীকৃতি তাদের প্রাপ্য।আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন,রেডব্রিজ মেয়রের এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে।কোভিড মহামারীতে আপাসেনের সেবাদানকারী সকল সহকর্মীকে আমি অভিনন্দন জানাতে চাই।কমিউনিটিতে বিশেষায়িত সেবা প্রয়োজন এমন মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা প্রদানের এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আপাসেন।
সোমবারের এই অনাড়ম্বর সম্মাননা অনুষ্ঠানে আপাসেনের কর্মকর্তা ও ব্যবস্থাপকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।