কোভিড-১৯ এবং উৎসবের দিনগুলি: বাসিন্দাদের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এর সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত থাকায় এবারের ক্রিসমাস বা বড়দিন স্বাভাবিক সময়ের মতো হবে না।সামাজিকভাবে মেলামেশা করার ওপর আরোপিত বিধিনিষেধ ২৩ – ২৭ ডিসেম্বর এই ৫ দিনের জন্য তুলে নেয়ার ঘোষনা দিয়েছে সরকার।এই ৫ দিন তিনটি পৃথক পরিবার ‘ক্রিসমাস বাবল’ বা বলয় তৈরী করতে পারবে এবং প্রতিটি হাউজহোল্ড একটি ঘরে একত্রে সময় কাটাতে পারবে (যদি আপনি তা করতে চান)।

কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ক্রিসমাসের সময় পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা আমরা যাদের ভালোবাসি তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিকে অনেক বাড়িয়ে দিতে পারে। তাই, ফেস্টিভ বাবল তৈরী করার আগে এবং যারা অত্যধিক ঝুঁকির মধ্যে রয়েছেন (বয়স্ক ও নাজুক স্বাস্থজনিত সমস্যা রয়েছে যাদের), তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শগুলো খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত থাকতে ভিজিট করুন www.gov.uk/coronavirus এবং স্থানীয় এডভাইস বা পরামর্শের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk/coronavirus) ভিজিট করুন।কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়াকে সীমিত করতে আমাদের প্রত্যেকেরই সর্বোচ্চ সতর্কতা অবলম্ব ও নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

You might also like