কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আষাঢ়ের শুরু থেকে টানা বৃষ্টিতে ডুবতে শুরু করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। তার সাথে আবার যোগ হয়েছে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হতে শুরু করেছে উপজেলার নিচু এলাকা গুলো। ধীরে ধীরে বাড়ছে পানি। সেই সাথে জনমনে বাড়ছে শঙ্কা।কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, গত ’২২ সালের এই সময়ের স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেনি। বৃষ্টিতে সেই শঙ্কাই ভর করতে শুরু করেছে নিম্নাঞ্চলের মানুষের মনে। তবে অস্বাভাবিক বৃষ্টি ও পাহাড়ি ঢল না হওয়ায় এখনো কোন গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।উপজেলার পূর্ব ও পশ্চিম ইসলামপুর, উত্তর ও দক্ষিণ রণিখাই, তেলিখাল এবং ইছাকলস ইউনিয়নে খবর নিয়ে জানা যায়, নিচু এলাকার রাস্তাঘাট প্লাবিত হতে শুরু করেছে। তবে এখনো কোন গ্রামে পানি উঠেনি। নিচু এলাকার লোকজন নৌকা দিয়ে চলাফেরা করছেন। এভাবে বৃষ্টি চলতে থাকলে নিচু এলাকার গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস ও উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যানরা জানান, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে ফ্লাড সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখনো কোন গ্রাম প্লাবিত হয়নি। তবে নিচু এলাকার গ্রামগুলো জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি তরফ থেকে এখন পর্যন্ত আগাম ত্রাণ সহায়তার বিষয়ে কিছু জানানো হয়নি।

You might also like