কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল আটক

নিউজ ডেস্ক
সত্যবাণী

কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ. লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন।আটককৃত মিজানুর রহমান বাদল (৪৯) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরীর ছেলে এবং উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র মির্জা কাদেরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের বিরোধের জের ধরে পুরো উপজেলা জুড়ে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এক সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পৃথক পৃথক এলাকায় দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও যুবলীগ কর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বসুরহাট পৌরসভার সামনেসহ পৌর এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

You might also like