কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ভেড়া বিতরণ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ কোম্পানীগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও লুসিকান্ত হাজং।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাভীদ হাসনাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কাজল সিংহ প্রমুখ। এছাড়া প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ সময় প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগি ৪৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে মোট ৯৪টি ভেড়া বিতরণ করা হয়।