কোম্পানীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
সত্যবাণী

কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়ে গুলি ছুড়েছে লোকজন; এতে মেয়র আবদুল কাদের মির্জার এক সমর্থক নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের (২২) বাড়ি কোম্পানীগঞ্জে। তিনি উপজেলার চারকালী গ্রামের মইনুল হকের ছেলে।নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহীউদ্দিন আবদুল আজিম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধসহ আহত ১২জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আলাউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে পৌর কার্যালয়ে কাদের মির্জার সমর্থকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে হঠাৎ তাকে ঘিরে গুলি ছুড়ে পালিয়ে যায় বেশ কয়েকজন। এসময় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন। সবমিলিয়ে আহত হন প্রায় ৫০ জন।দলীয় নেতাকর্মীরা জানান, গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।গুলিবিদ্ধ আরেকজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক।

You might also like