কোরআন পোড়ানো মামলার আসামিদের রিমান্ড শুনানি আগামী সপ্তাহে

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগরির আখালিয়ায় কোরআন পুড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামিকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানী হবে।১০ আগস্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তবে একই ঘটনায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।গত ৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আখালিয়ার ধানুহাটারপাড়স্থ সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান নুরুর রহমানের (৫০) বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফের কিছু কপি পুড়ানোর অভিযোগ উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা নগরিতে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে পুলিশ এসে নুরুর রহমান ও তার সহকর্মী মাহবুব আলমকে আটক করে। খোঁজ নিয়ে জানা গেছে দু’জনই নিকট অতীতে ইসলামী ছাত্রশিবির নামধারী ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন।এদিকে, ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকাগুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জনতাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছুঁড়তে থাকলে পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হন। পরদিন টুকেরবাজার থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক ইসহাক আহমদকে আটক করে র‌্যাব।

You might also like