ক্বিনব্রিজ বন্ধ থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত

সত্যবাণী
সিলেট অফিসঃ নির্ধারিত সময় ২ মাস পেরিয়ে গেলেও যথাসময়ে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনব্রিজের মেরামত ও সংস্কারকাজ শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ২ দফায় আরও দেড় মাস সময় বাড়িয়েছে ব্রিজ সংস্কারের দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ। অর্থাৎ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রিজের কাজের তদারকিতে থাকা মো. শিপন। তিনি জানান, ১৫ অক্টোবর পর্যন্ত ব্রিজ বন্ধ থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার কারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে।
জানা যায়, গত ১৬ আগস্ট সিলেটের ক্বিনব্রিজ মেরামত ও নবায়নসহ নির্মাণকাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ অক্টোবর পর্যন্ত ২ মাস যানবাহন ও মানুষজন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর পথচারীদের চলাচল বন্ধ করতে সেতুর দুইপাশে টিনের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
তবে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার কারণে নতুন করে আরও দেড়মাস সময় বাড়ায় রেলওয়ে প্রকৌশল বিভাগ। এ বিষয়ে ২৪ অক্টোবর মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর কথা জানানো হয়।
এদিকে, সময় বাড়ানো ও নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ করতে ব্যর্থ হওয়াতে ওই ব্রিজ দিয়ে যাতায়াতকারীদের ভোগান্তি আরও বৃদ্ধি পেলো। দীর্ঘদিন ধরে ব্রিজে কাজ চলায় দুইপাশের জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন এই সেতুর সংস্কার কাজ করছে রেলওয়ে বিভাগ। ক্বিনব্রিজটির মূল কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ। দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ। সওজের দেয়া বরাদ্দে সংস্কার কাজ শুরু করেছে রেলওয়ে প্রকৌশল বিভাগ।
ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ সংস্কারের জন্য ২ বছরের বেশি সময় আগে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। সংস্কার কাজের জন্য প্রকৌশলী নিয়োগ দিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়।
ব্রিজের কাজের তদারকিতে থাকা মো.শিপন বলেন, কিনব্রিজের মেরামতকাজ চলমান। ২ মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও সেতুর দুইপাশের পাত অকেজো অবস্থা পাওয়া গেছে। এ জন্য নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি সময় লাগছে। সেতুটি দ্রুত সংস্কারকাজ শেষ করতে আরও শ্রমিক নিয়োগ করে কাজ করানো হচ্ছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগের প্রকৌশলী জীসান দত্তের মোবাইলে বার বার কল দেয়া হলে তাকে পাওয়া যায়নি।

You might also like