ক্যাটারারর্স নেতা ইয়াফর আলী ও কামাল জাহাঙ্গির মিয়া স্মরণে বিবিসিএ‘র শোক সভা

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ ইয়াফর আলী ও কামাল জাহাঙ্গির মিয়ার অকাল মৃত্যুতে শুধু ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এ্যাসোসিয়েশন (বিবিসিএ) এর ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির। এই দু‘জন ছিলেন ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটি ও ক্যাটারারর্সদের আইকন। সদ্য প্রয়াত বিবিসিএ‘র প্রতিষ্টাতা সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইয়াফর আলী ও বিবিসিএ‘র ফাউন্ডার মেম্বার কামাল জাহাঙ্গির মিয়ার স্মরণ সভায় বক্তারা একথা বলেন। বক্তারা বলেন ইয়াফর আলী ছিলেন একজন সফল ক্যাটারারর্স এবং কমিউনিটি নেতা। তিনি ক্যাটারারর্সদের কল্যানে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি একজন যোগ্য ক্যাটারারর্স নেতাকে

হারিয়েছে। উভয়েই ছিলেন ভাল মানুষ তারা তাদের কর্মের মাঝেই বেঁচে থাকবেন। পূর্ব লন্ডনের ১৯৪ মাইল্যান্ড রোডস্থ মেইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত স্মরণ সভায় বিবিসিএ‘র প্রেসিডেণ্ট সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও বিবিসিএ‘র সেক্রেটারী জেনারেল তফাজ্জল মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত শোক সভায় ক্যাটারারর্স নেতা ইয়াফর আলী ও কামাল জাহাঙ্গির মিয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিবিসিএ‘র ফাউন্ডার সেক্রেটারী শাহানূর খান, সাবেক প্রেসিডেন্ট কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, বিবিসিএ নেতা আব্দুল কুদ্দুস, কাজী আসাবুর রহমান, ট্রেজারার মতিন মিয়া, বদরুল ইসলাম,শাহরিয়ার আহমদ সুমন, সুহেল আলী, আব্দুল কদ্দুস শেখ, আব্দুস সালাম, এলাইছ মিয়া মতিন, আবুল কালাম আজাদ ছোটন, আশরাফ উদ্দিন, জাহাঙ্গির খান, কাউন্সিলার আতিকুল হক,প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টোর সভাপতি রবিন পাল, সাংবাদিক মতিয়ার চৌধুরী, চ্যানেল এস টিভির চীপ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের, এনটিভির বার্তা প্রধান আকরাম হোসেন প্রমুখ।

You might also like