ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ক্রিকেট: হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।জড়ানো গলায় তামিম জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে অবসরের কথা নিজেই জানিয়েছেন ওয়ানডে এই অধিনায়ক। এসময়ে কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না।তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভেবেছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।অবসরের ঘোষণায় ভারতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপটাও আর খেলা হচ্ছে না দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারের।গত বছর ১৬ জুলাই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।

You might also like