ক্রিসমাসের আগেই ব্রিটেনকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার পরিকল্পনা বরিস জনসনের

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনের অর্থনী‌তিতে গ‌তি ফেরাতে কর্মীদের কাজে ফেরার আহবান জা‌নিয়েছেন প্রধানমন্ত্রী ব‌রিস জনসন। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করোনা প‌রি‌স্থি‌তি মোকাবিলায় সরকারের নতুন প‌রিকল্পনার ঘোষণার সময় এই আহ্বান জানান তিনি। বড়দিনের আগেই স্বাভা‌বিক অবস্থায় ব্রিটে‌নকে ফি‌রিয়ে নিতে লকডাউন শি‌থিলের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ব‌লেন, মানু‌ষের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া অর্থনীতি‌র গ‌তি ফেরানো সম্ভব না।

বরিস জনসন আগামী ২৫ জুলাই থেকে ইনডোর জিম, পুলসহ অন্যান্য খেলাধুলা পুনরায় শুরুর ঘোষণা দেন। অক্টোবর থেকে ক্রীড়ামোদিরা স্টেডিয়ামে যেতে পারবেন বলেও  আশা প্রকাশ করেন তি‌নি। ভাষণে সাবধানতা মেনে বাস, ট্রেন, ট্রামসহ গণপ‌রিবহন ব্যাবহার ও কর্মীদের কাজে ফেরার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে কর্মীদের কাজে ফেরানোর ব্যাপারে নতুন দিক‌নি‌র্দেশনা ঘোষণা দেবে  সরকার। সেই ঘোষণায় কর্মীদের কাজে ফেরানোর প‌রিবেশ নি‌শ্চিতে কতৃপক্ষের প্রতি নির্দেশনাও থাকবে।

জনসন আরও জানান, আগামী মাস থেকে  ৩০ জনের বে‌শি মানুষের উপ‌স্থি‌তিতে বি‌য়ের অনুষ্ঠানের অনুম‌তি দেবে সরকার। সে‌প্টেম্বর থে‌কে স্কুল, নার্সারি ও ক‌লেজ খুলবে। প্রধানমন্ত্রী ব‌লেন, আসন্ন শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় আঘাত মোকা‌বিলায় ব্রিটে‌নের স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত করতে অতি‌রিক্ত ৩০০ কোটি পাউন্ডের বাজেট বরাদ্দ করা হবে এনএইচএসের জন্য। অক্টোবরের শেষার্ধ‌ থেকে প্রতি‌দিন পাচঁ লাখ করোনা টেষ্টের প‌রিকল্পনার কথাও তুলে ধরেন জনসন‌। তি‌নি বলেন, সা‌র্বিকভাবে আমরা ভালো ও সুখবরের যেমন আশা কর‌ছি, ঠিক তেমনি খারাপ প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় প‌রিকল্পনাও নি‌চ্ছি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুক্রবারের বক্তব্যের  পর তাৎক্ষ‌ণিকভাবে বি‌রোধী দল লেবার পা‌র্টির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

You might also like