ক্রীড়াবিদদের অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী বক্তব্যে ক্রীড়াবিদদের অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নিতে বলেছেন তিনি।সেজন্য আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী বাংলাদেশ গেমস ৯ জেলা শহরে শুরু হয়েছে। সব মিলিয়ে ৩১ ডিসিপ্লিনে ৩৭৮টি সোনার পদকের (মোট পদক ১২৭১) জন্য লড়াই করবেন ৫ হাজার ৩০০ জন ক্রীড়াবিদ। গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই গেমসের মাধ্যমে আশা করবো অনেক ক্রীড়াবিদ নিজেদের পারদর্শিতা দেখাতে পারবেন। পাশাপাশি নিজেদের প্রস্তুত করবেন, যেন আগামীতে আমরা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারি। এজন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও ভূমিকা রাখতে হবে। আমরা ভবিষ্যতে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো।’
করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ক্রীড়াবিদদের প্রতি বিশেষ লক্ষ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, ‘আশা করি ৩১টি ডিসিপ্লিনে যেসব ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন, তারা সবাই সতর্ক থেকেই গেমসে অংশগ্রহণ করবেন। আমি চাই না কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বলবো, খেলোয়াড়দের দিকে বিশেষভাবে লক্ষ রাখার জন্য।সবাইকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আজকের উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক। আবারও আমি অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠক, খেলোয়াড় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’