খাদ্যসংকট মোকাবেলায় কৃষক সমাজকেই এগিয়ে আসতে হবে: জেলা প্রশাসক মো. মজিবর রহমান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, দেশের খাদ্যসংকট মোকাবেলায় কৃষক সমাজকেই দেশপ্রেমিকের ভূমিকা নিয়ে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। কৃষিপ্রধান বাংলাদেশের মূল চালিকাশক্তিই হচ্ছেন কৃষকরা। পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ‘এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না’ কে উপজীব্য করে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। তিনি বলেন, কৃষকদের সহায়তায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সাধারণ জনগণ সবাই মিলে উদ্যোগ নিতে হবে। তিনি নিজেদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে বাড়ির আঙিনায় শাক-সবজি উৎপাদন এবং হাঁস-মুরগি পালনের আহবান জানান।গতকাল দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ‘কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে সরিষা বীজ বিতরণ ও কৃষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন। দক্ষিণ সুরমার ইউএনও নূসরাত লায়লা নীরার সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক খায়ের উদ্দিন মোল্লা, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানদের পক্ষে দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল হক, উপজেলার কৃষকদের পক্ষে লালাবাজারের বাসিন্দা টিএইচ খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল জামে মসজিদের ছানি ইমাম হাফেজ জুনায়েদ আহমদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন মোগলাবাজার রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, তেতলী ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএমসহ উপজেলা প্রশাসনের প্রতিটি দফতরের কর্মকর্তা।অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ২শ’ কৃষকের মধ্যে সরকারি সহায়তার সরিষা বীজ বিতরণ করেন। ক্রমান্বয়ে দক্ষিণ সুরমা উপজেলার ২ হাজার ২শ’ কৃষকের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে।

You might also like