খালেদা জিয়াকে ভিসা দিতে বৃটেনের আপত্তি নেই: হাইকমিশনার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিসা দিতে বৃটেনের কোন আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যটার্টন ডিকসন।আজ ভার্চুয়াল ডিকাব টকে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশ না থাকলেও অক্সফোর্ড এর করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ বলেও জানান তিনি।কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এর সদস্যদের সঙ্গে সকালে জুম মিটিংয়ে রবার্ট ডিকসন করোনা পরিস্থিতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন।বলেন,মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের গণহত্যার স্বীকারোক্তি বিচারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।রবার্ট ডিকসন রোহিঙ্গাদের ফেরাতে তাঁদের নাগরিকত্ব পাওয়ার ওপর জোর দেয়ার তাগিদ দেন।রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান ব্রিটিশ হাইকমিশনার।