খুলতে পারে লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ দীর্ঘদিন বন্ধ থাকা সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি পুনরায় খুলে দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি কোয়ারির সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করে গেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, খনিজ উন্নয়ন ব্যুরো ও জ¦ালানি সম্পদ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।কানাইঘাট থেকে সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী সচিব (আইন-১) মোঃ শওকতুল আম্বিয়া লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে আসেন। তিনি নদীপথে নৌকা নিয়ে ঘুরে ঘুরে প্রায় ২ ঘণ্টা কোয়ারির বর্তমান সার্বিক অবস্থা দেখার পাশাপাশি জব্দকৃত পাথরের স্তূপগুলোও দেখেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের পিএএ যুগ্ম সচিব বেগম শাহিনা খাতুন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইন) খন্দকার মোঃ ফজলুল হক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-পরিচালক মামুন রশিদ। স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও সুমন্ত ব্যানার্জি, ওসি তাজুল ইসলাম পিপিএমসহ ভূমি অফিসের কর্মকর্তা ও পাথর ব্যবসায়ীরা।

জানা গেছে, দেশের বন্ধ হয়ে যাওয়া বিশেষ করে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে তারই আলোকে পাথর কোয়ারিগুলোর বর্তমান পরিবেশ কেমন রয়েছে, খুলে দেয়ার উপযোগী কি না তা যাচাই-বাছাই করার জন্য মূলত লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা সরেজমিনে দেখতে এসেছেন। পাশাপাশি লোভাছড়া নদীর দু’পাড়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত প্রায় ২ কোটি ঘনফুট পাথরের মালিকানা নিয়ে কোয়ারির সাবেক ইজারাদার মোস্তাক আহমদ পলাশ ও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীর দায়েরকৃত উচ্চ আদালতে বিচারাধীন বেশ কয়েকটি রিট পিটিশন মামলা কি অবস্থায় রয়েছে তা কোয়ারি পরিদর্শন ও তদন্তকালে জানতে চেয়েছেন সরেজমিনে আসা সরকারি কর্মকর্তারা। বন্ধ হওয়ার আগে বিগত কয়েক বছর থেকে কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি থেকে মারাত্মক পরিবেশ বিধ্বংসী যান্ত্রিকবাহন দিয়ে বিশাল বিশাল গর্ত ও লোভা নদীর গতিপথ পরিবর্তন করে পাথর উত্তোলনে লোভাছড়া নদীর দু’পাড়ে ব্যাপক ভাঙনের ফলে এবং অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের কারণে ক্ষতবিক্ষত হয়ে গেছে পাথর কোয়ারি এলাকা। যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে বারবার পরিবেশবিদ ও সচেতন মহল জানিয়ে আসছেন। তবে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার জন্য পাথর ব্যবসায়ী ও এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

You might also like