গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়লো

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাস্থ্যবিধি মেনে চালানোসহ শর্তসাপেক্ষে করোনাকালীন সময়ে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।রবিবার (৩১ মে) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১ জুন) থেকে সারাদেশে এ ভাড়া কার্যকর হবেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।এর আগে শনিবার ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।ঢাকা জেলার বাস, মিনিবাস, সিটিং সার্ভিসসহ, দূরপাল্লা তথা আন্তঃজেলায় চলাচলকারী সব বাসের ক্ষেত্রে এই ভাড়া বাড়ানোর সুপারিশ করে সরকারি সংস্থাটি।

You might also like