গণভবনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আ’লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।
২৯ নভেম্বর বুধবার দুপুরে তিনি গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট ব্যাংকার, প্রয়াত ফারুক আহমদ চৌধুরী ও গোলাপগঞ্জ আ’লীগের সাবেক সভাপতি, প্রয়াত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে মঞ্জুর কাদির শাফি এলিম গোলাপগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীকে গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

You might also like