গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কর্মসূচী গ্রহন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সফল করতে বৃহস্পতিবার রাত ১০টায় জেলা-উপজেলার নেতৃবৃন্দের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জুম মিটিং অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭মে) ২০২২ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আগামি ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত স্থানীয় এমপিদের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হবে।সকল শাখা নেতৃবৃন্দকে কর্মসূচী সফল করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে সপ্তাহটি উদযাপন উপলক্ষে ১৪ দফার লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা এবং ৭মে সমাপনী দিনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সপ্তাহটির মাঝে পবিত্র ঈদউল ফিতর অনুষ্ঠিত হবার কারণে র্যালী/রেলীসহ গুরুত্বপূর্ণ আয়োজন স্থগিত করা হয়েছে।

বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আনসারী, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সাগর, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, রংপুর জেলার সাধারণ সম্পাদক তাজুদ্দিন লাল, মাদারীপুরের সম্পাদক আবুল খায়ের খান, ফেনীর সাদ্দাম গণি, চট্টগ্রামের কেএম রুবেল, নোয়াখালীর সেনবাগের সভাপতি ড. আবু নাসের, সম্পাদক রেজাউল করিম রাজু, পটুয়াখালীর সহ-সভাপতি আমির হোসেন, চাঁদপুরের অমরেশ দত্ত জয়, কুমিল্লা উত্তরের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা কামরাঙ্গীচরের আনোয়ার হোসেন, রাজাপুরের রফিকুল ইসলাম প্রমূখ।

You might also like